আরও কি কিছু তোমার বলার আছে
        এ জীবনে—
তোমার মায়াবী দু’চোখে ভেসে ওঠে জলভরা মেঘ।
তোমার বুকের ভিতর খেলা করে  প্রেমের ভাষা
ভিজে যায় শূন্য বুক শ্রাবনের এই বারিধারায়।
স্বপ্ন রঙে ফুটে ওঠে তোমার হৃদয়ে
প্রেমের কবিতা।
আমি লিখে যায় শীর্ণ পত্রে অরন্য বল্কলে।
তোমাকে নিয়ে অরন্য বাসে যাবো এমনই অভিলাষ।
এই জলবাতাসের হাওয়ায় ভেসে আসে
যুদ্ধজয়ের গল্প। নির্বিরোধ ভালোবাসা হৃদয়ে
জড়িয়ে যেন প্রেমের পরীক্ষা জীবনভর।
যে নারীর স্পর্শ চেয়েছি  চেয়েই গেছি
বাতাসের কাছে, অরণ্যের কাছে,
আকাশের কাছে, যৌনতার কাছে।


অরণ্যের অন্ধকার কোলাহলে দেখি
তোমার আকাশ ছোঁয়া ভালোবাসা জড়িয়ে
আছে তোমার শরীরের প্রতিটি ভাঁজে।
তোমার দিন-যাপনের পাণ্ডুলিপি
আরও কয়েক ছত্র লিখতে বাকি –
এই অরন্যবাসে আরও দু’চার দিন
থেকে যাতে চাই এমনই অভিলাষ।