মন যদি তোমার ভারাক্রান্ত
চলে এসো এই মৌন নদীর ধারে।
নদীর প্রবাহিত স্রোত
তোমার ক্লান্ত পায়ে প্রলেপ দেবে।
তোমার মনের যত ক্লেদ সব মুছে যাবে।
তোমার রক্তের মধ্যে নিহত ঘুমেরা
আবার জেগে উঠবে।
আমি পরিযায়ী পাখীর ঠোঁটে হিমঋতু নিয়ে
আসব
এখন যে দ্বন্দ দৃশ্য দেখছ—
আর তিল তিল করে মৃত্যু যন্ত্রণা ভুগছো
আমি সব দূর করে দেব।
তুমি চলে এসো এই মৌন নদীর কাছে।


তোমার মনের দুর্বোধ্য ভাষার
যথার্থ অনুবাদ তুমি পড়তে পার নি।
অর্বাচীন কিছু শব্দ আর রিক্ততার জলছবি
বুকের মধ্যে অনুতাপের ঢেউ তুলে যায়।
নিবিড় মমতায় ভালোবাসতে চাও
কিন্তু অপরিচিতের মত তোমাকে
ফেলে রাখে নিঃসঙ্গ জীবন।
পথের ধুলোয় মিশে গেছে তোমার জরাক্লান্ত
এগার বছর।
হৃদয় রক্তাক্ত হলে ফিরে এসো
এই মৌন নদীর কাছে ।