তোমার আমার মধ্যে দুরত্ব সামান্যই
একই শহরে থাকি একই জায়গায় কাজ করি
তবুও তুমি চোখ তুলে একবারও তাকাও নি।
তোমার মুখে চেয়ে দেখি তোমার গোপন অভিমান।
তুমি মানবী, তুমিই আমার অনন্ত আকাশ।
তুমি আমার প্রথম দেখা নারী এ পৃথিবীর।
আমি জন্ম থেকে তোমাকেই দেখি
আমার প্রিয়তমা নারী।
আমি এঁকেছি তোমার মুখ
আমার সমগ্র জীবন ধরে—
যেন এক অসমাপ্ত ছবি।
গড়েছি তোমার মূর্তি যেন গ্রীসের
এক ভাস্কর্য আমার হৃদয়ে।
তবুও তোমার আমার মধ্যে অনতিক্রম্য
ব্যবধান।
দীঘির জলে চাঁদের ছায়া পড়ে
আকাশ মুখ লুকোয় মেঘের ফাঁকে।
দূর বনে কি কেউ থাকে একা
এমন কোন দুঃসাধ্য কি ছিল তোমার
আমার কাছে আসা।
সুন্দর শুধু পৃথিবীতে নারী আছে বলে
দুপাশের দৃশ্য যা কিছু আছে ফেলে অবহেলায়।
নারী মুখের দিকে ব্যগ্র চেয়ে থাকি।
তুমি আছো পাশে তাই বুঝি নি অভাব
কৃষ্ণচূড়ার এই অযাচিত উপহার।
তোমার ঠোঁটে চেয়ে দেখি এসেছে
কৃষ্ণচূড়ার ঋতু।
কে জানে যে ফুলের প্রতি আমার
চিরকাল সীমাহীন দুর্বলতা।
চেয়ে দেখি তোমার দুই ঠোঁটে ফুটে আছে
ফুল কৃষ্ণচূড়া।