তুমিও ফেরালে মুখ দুঃখময় প্রেমে।
দুচোখ বিস্মৃত করে দৃষ্টিকে ফিরিয়ে নাও
ক্ষতি নেই তাতে।
বহু ব্যবহারে তোমার এই জীর্ণ চূর্ণীত
শরীর।  আহত বিস্ময়ে ছুঁড়ে দাও
কামনার প্রদাহ।
কেটে যায় রাত কেটে যায় দিন
সময়ের সাথে ক্ষয়ে যায় জীবন।
স্বপ্নভূক হেমন্তের এই প্রহরে
আত্মা ও মনের মত বীতপ্রেম হলে
আমি খুঁজে নেব সহজ কোন পথ।
তোমার জন্য রেখে যাব এই রৌদ্রময় দিন।
অবাক চমকে আমি বিড়ম্বিত।
তোমার ভাবনারা কড়া নাড়ে
আমার দুয়ারে।
শোকাহত মূর্তি হয়ে দাঁড়িয়ে আমি
তোমার পশ্চাতে।
করপুটে ন্যাস্ত ফুলভারে
সাজিয়ে দিই তোমার বাহুমুলে এলান কুন্তলে।
কি ভাবে তুমি ধারন কর
মায়াবী তৃষ্ণার আলো আর বহুবিধ
বর্ণিল রং ও রেখায়।
বোবা আকাশের মেঘ দেখে দেখে
শেখনি জলের ভাষা।
সংসারের অনিয়মে জন্ম নেয়
শৃঙ্খলাবিহীন জীবন।
অনাবৃত পত্রে বক্ষ জুড়ে ওঠে যে ঝড়
সে কি জানত উড়ে যাবে।
নদীর জলে কি জুড়ায় শরীরের জ্বালা।
ক্ষুধা ও তৃষ্ণার কাছে বার বার পরাজিত
তোমার প্রেম। কি জন্য তোমার জীবন যৌবন
মৌলিকতাহীন ভালোবাসা।