ব্যর্থ হয়ে থাকে যদি প্রণয়ের এত আয়োজন
চলে এসো এই নদীতটে।
দুই ঠোঁটে ধ্রুপদী পিপাসা নিয়ে
চলে এসো লাল শাড়ি পরে।
অকালের এই কালে পথেই হবে ভালোবাসা।
তোমার কষ্টের সাথে আমি করেছিলাম
শর্তহীন সখ্যতা।
কোন কিছু না বুঝে আমি বাড়িয়েছিলাম
বিশ্বাসের হাত।
নির্নিমেষ তুমি দুচোখ তুলে তাকিয়েছিলে।
তোমার চোখে ছিল চারুকলার এত আয়োজন—
আমাদের শৈশব থেকে কৈশোর-
কিশোর থেকে যৌবনের কত প্রয়োজনে
নির্দ্বিধায় তুমি আমাকে জড়িয়েছিলে
তোমার স্তনোস্ফীত বুকে।
অদ্ভুত হৃদয় তাপে নাড়া দেয় আমার হৃদয়।
সময়ের উর্ণাজালে বন্দি কোন রমণীর শরীর।
আমার রক্তে জেগে ওঠে বিজিত রক্তকণিকা।
চিরকাল প্রনয় বাসা বাঁধে তোমার ঠোঁটে
ট্রয়ের বিধ্বস্ত প্রাচীরের মত উন্মুক্ত হয়
তোমার আকীর্ণ অবগুণ্ঠন।
তোমার কুন্তলে গেঁথে নাও এই রৌদ্রকরোজ্জ্বল দিন।
আমাদের এই যুগল জীবনে- আমার বহিঃরঙ্গে
তুমি রমণী তোমার মনে আমি পুরুষ প্রতিম।