একটু একটু আলো
একটু একটু অন্ধকার
প্যান্ডেলে প্যান্ডেলে চলছে অষ্টমীর বোধন।
প্যান্ডেলের দেওয়ালে মুদ্রিত
অতি সুপ্রাচীন চিত্রকলা কত।
নারীর বিবিধ মুদ্রা।
নৈবদ্য আর অঞ্জলি করপুটে অবনত ভক্ত যত।
ক্রমশ তৃতীয় নয়ন খোলেন দেবী
বজ্রশিখায় জ্বলে—
বসুধারা সে নৈরাত্মযোগিনী
মহামায়া শক্তিরুপেণ সংস্থিতা।
সে নারী শক্তির অমোঘ মণ্ডল
দাঁড়িয়ে থাকে ব্রাহ্মন উপাসক
সৃষ্টির সব রহস্যমুখে
অনন্ত অনন্তকাল গর্ভে তার তৃতীয় নয়ন।




*******************************
বেশ কিছুদিন ধরে আমার কবি বন্ধুদের কথা যে আমার কবিতা একেঘেমেয়ী লাগছে। ছোট করে ভিন্নমুখী বা ভিন্নধর্মী কবিতা লেখার অনুরোধ  উপেক্ষা করতে পারলাম না । তাই চেষ্টা করছি ছোট করে অন্যরকম কবিতা লেখার। কবিবন্ধুদের যদি ভালো লাগে তবেই আমার এই প্রয়াস সার্থক হবে।