সতর্ক জীবনে মাঝে মাঝে রোদ আসে
অভ্যেস মত বেঁচে থাকার ভিতর—
আসে ঋতুর পরিবর্তন।
দেখ কি ভাবে চলে যাচ্ছে তোর
জলজ্যান্ত দুপুরগুলো।
উদাস করা মনে ভেসে ওঠে
তেত্রিশ বছর আগের কথা।
তোর বুকের ভিতর থেকে বেরিয়ে আসে
লম্বা টানা গরম স্রোত।
এই করুন একটা দিনে দুপুরের কথা ভাব
জানালায় চেয়ে দেখ
বিষণ্ণ রাস্তায় উড়ে যায় ধুলো ।
ফেরীওয়ালা হেকে যায় চুড়ি চাই।
ডালিম গাছের ডালে শালিখের ডানায়
লেগে থাকে দুর্নিবার সময়।
সময়ের কথা না ভেবে
বরং নির্ঝরের স্বপ্নভঙ্গ পড়।
তোর হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
মেঠো পথে তোর সাবলীল ছায়াসঙ্গী হবে।