গোপনে একফালি রোদ এসে
উঁকি মারে প্রভাতে।
কৃষ্ণচূড়ার আনন্দধ্বনি জাগে বারবার তোর মনে।
বসন্ত পূর্ণিমার চাঁদ ফিরে এলে
গাঢ় হয় কৃষ্ণচূড়ার আলো।
গম রং শরীরে তোর ভোর ভোর গন্ধ।
প্রানপন ভুলিয়ে রেখেছিস আমায়
হাতের কারুকাজ,চোখের দৃষ্টি,
কথার ভাস্কর্য দিয়ে।
শেষ মেশ আমি আত্মসমর্পণ করি তোর বুকে।
যদি বিশ্বাসে ফেরে তোর মন।
সব কিছু দিয়ে দিতে পারি
যা কিছু আছে অখণ্ড আমার।
ফিরে আয় তুই অজ্ঞাতবাস থেকে
মানুষের ভিড়ে।
মাটি মায়া সংসারের উপর তৈরি কর
এক প্রকৃত অখণ্ড আকাশ।
যেখানে জীবন যেন জীবন হয়ে বেঁচে থাকে।