শীত ভাঙ্গে রাত্রির শব্দ
তোমার নিরম্বু উপবাসে
নির্ঘণ্ট রচিত হয় জীবনের।
জল ছলছল চোখে কুশায়ার চাদর সরায়ে
হাত ধরো তুমি চাঁদের।
মৃত্যুর সঙ্গে কি লড়বে পাঞ্জা,
নিঃসঙ্গতা কি দেবে তোমাকে অনন্তের হাতছানি।
আর রক্তাক্ত হৃদয় কি জ্বলবে আগুনে চিরকাল।
অসহয়তা কি দেবে পরিত্রাণ!
গতকাল ভালোবাসা ছিল, প্রেম ছিল, সখ্যতা ছিল
ঐ দেখ বাঘমুণ্ডি পাহাড়ের মাথায় –
চাঁদ থেমেছিল
জল থেমেছিল যমুনায়
শঙ্খ চিলের ডানায় লেগে থাকা সময় থেমেছিল।
তোমার ঠোঁটে ছিল চুম্বনের দাগ
আমার ঠোঁটের গন্ধ নিয়ে গেছে সে-
তুমি প্রথাসম্রাটের কাছে অনুগত
তাই পূর্বনির্ধারিত সংস্কারের জালে আবদ্ধ।
এ সবই সত্য তোমাকে ঘিরে
তবুও উদাসীন শাখায় দোল খায় বাসন্তী বাতাস
ফুটে ওঠে রক্তকরবী মনে
সব দ্বিধা সব সন্দেহ ঝেড়ে ফেলে
জীবনের সব বেড়া জাল ছিঁড়ে
ভালোবাসো হাত ধরো।