তোমার দুচোখের ঝিলিকে ছিল
মৌন আমন্ত্রন।
শান্ত নীরব চোখে চুপিসারে বাস করে
নামহীন সুখ।
যাকে তুমি নামহারা বলে ডাকো।
তোমার বারান্দায় দাঁড়াতেই দেখি
অনিন্দ্যসুন্দর তোমার মুখ।
সাবধানী হাতে তুমি ঢেকেছ মুখ।
আমি বিশ্বাসের যোগ্য নয় বলে
আর কত রাখবে ঢেকে, এবার তো বল!
জেনেছ কি দক্ষতা কাকে বলে,
তবে কেন জীবনের তরে এত পরিহাস।
একদিন জীবনের সব রং ফিকে হবে
জলরঙে আঁকা সেই অপরূপ ক্যানভাস।
অবশেষে দিন চলে যাবে জোছনার কাছে।
আমি প্রতিদিন দেখি তোমার আজন্ম কপটতা।
তোমাকে তো বলেছি জীবন একটাই
তাকে তুমি আলিঙ্গন দাও, ভালোবাসো
বাহুবন্ধনে জড়াও।
একদিন আমি তোমার বাড়ি যাবো
আমি তোমার নীল স্বপ্ন হব।