মন্থর হয়েছে যৌবন শিথিল হয়েছে মনন
পড়ে আছে পথে প্রান্তে তোমার আমার
অমৃতময় সন্ধ্যাযাম।
এই পৌষের শীতের রাতে
মনে পড়ে জ্যোৎস্নায় ধরে রাখা
আমাদের কাঙ্ক্ষিত চুম্বনের দাগ রেখে দিলে।
ধুলায় লুটিয়ে কাঁদে এই মুখর হাওয়া
মহুয়ার গন্ধ ধরাতে পারে না নেশা—
মাদলের শব্দে কি আর পারি যেতে ফিরে।
লুকিয়ে কাঁদে বয়ঃসন্ধির ছায়া।
মায়াবী এই সন্ধায় একা একা ঘুমের ভেতর
ফিরে যায় আমি তোমার প্রণয়ের কাছে।
ঘোর অন্ধকারে পোশাক ছাড়তে গিয়ে
তোমার নগ্নতাকে স্পর্শ করি
তোমাকে বুকে ডুবিয়ে নিয়ে
তোমার সারা পিঠে প্রনয় মুদ্রিত করি।
আমি যন্ত্রণায় ছটফট করেছি যত
আমি কাতর হয়েছি তত
একটি শব্দের জন্য—
তোমার শীৎকারের অনুরণন পড়ে নি কানে।
হে বয়ঃসন্ধি তুমি আমায় বলে দাও
হে স্বপ্ন তুমি আমায় বলে দাও – ভবিষ্যৎ কি?
বিষণ্ণতা, ম্লানতা আর আত্মধ্বংসের অন্ধকারে
আমি ডুবে যেতে থাকি..।