অনেক দিন হয়ে গেল আমার
তোমার সমারোহের কাছে অবরুদ্ধ হতে।
তোমার মধ্যে এত রং দেখে আমি
দিশাহারা হয়ে যায়।
তোমার কপালের লাল টিপ,
নাকি গালের গোলাপি, নাকি চোখের নীল—
কে বেশি ভাবায়?
তোমার নীল চোখে ছিল সলজ চাহনি।
এই হিমেল বাতাসে শুরু হয়
হৃদয়ের ক্ষরণ।
তবুও আমার মনটা পড়ে থাকে
তোমার বিস্তীর্ণ ছায়ার গাঢ় অন্ধকারে।
ক্ষয় হতে শুরু করে তোমার
পরিজনচ্যুত নির্জন প্রান।
বৃষ্টির পৃথিবীতে ভিজতে ভিজতে
তোমার শরীরে উঠে আসে শ্যাওলা সবুজ।
তোমার গ্রীবাদেশে জড়িয়ে থাকে
নরম জলসিক্ত কুন্তলদাম।
জলজ ঘ্রাণ নেব বলে আমি
ক্রমশ জড়িয়ে পড়ি তোমার
অপরূপ রহস্যঘন জলের গভীরে।
বসন্তের মঞ্জুরিত রাজফুলের মত
তোমার অধরে বিচ্ছুরিত হয় পারিজাত রং।