তোর হাতের চেটোয় হাত রেখে
তোর ঠোঁটে ঠোঁট রাখলাম।
এমন উষ্ণ আজও সেটা
ভিতরে পুড়ে খাক হলাম।
তুই কি জানিস গোবর জলে ধৌত করে
মেটে কোন মনের জ্বালা।
আয় না কাছে মেটা ক্ষুধা, প্রেমের জ্বালা।
তোর কাছেতে যাব উড়ে হলুদ পাখীর
ঠোঁটের আগায় প্রেম সাজিয়ে।
তোর আকাঙ্ক্ষা ডানায় মেখে করব আদর
প্রনয় তৃষ্ণা।
তোর বুকেতে জ্বলে আগুন আদিম খিদের
বিষাক্ত নেশা।
প্রখর দহন উস্কে দিয়ে কোন সাহসে
মুক্তোহাসি বিলোতে চাস।
কেমন করে মৌন মুখর দিনযাপনে
ঘর গৃহস্থালি সাজাতে চাস।