একে একে ফেলে আসা দিনগুলো ফিরে আসে
হৃদয়ের কাছে ফুটে ওঠে আগুন রঙের পলাশ।
উন্মাদ দখিনা হাওয়ায় উড়ে আসে ঝোড়ো সংলাপ।
বৃষ্টি নামে অঝোর ধারায় তোমার পথে প্রান্তরে।
বৃষ্টির ধূসর রঙে ভিজতে থাকো একা একা
এই চেনা রাস্তাঘাট, ঘরবাড়ী, দূরে ওই গরুর পাল
ফিরে যায় ঘরে। আকন্দ ফুলের গায়ে ভ্রমর ওড়ে।
ইউক্যালিপটাস গাছের পাতায় লেগে আছে বৃষ্টির ফোঁটা।
তোমার পায়ে পা মিলিয়ে বৃষ্টিতে হাঁটতে হাঁটতে
আমি হারিয়ে যায় তোমার অস্তিত্বের ভিতর।
প্রেম তোমাকে ছোঁয় নি, তুমি প্রেমকে ছুঁয়ে বসে আছো
তাই কাম প্রবণ নারীর মত
কামনার চিরাচরিত মুদ্রা ফুটে ওঠে তোমার শরীরে।
তোমার ভিজে যাওয়া চওড়া পিঠে
খেলা করে সূর্যের আলো।
আর উন্মুখ ক্ষরণ ও জলপাই রঙের বিষণ্ণতা নিয়ে
গড়িয়ে নামে দিনবসানের ছায়া।
অস্পষ্ট জলের ঝাপটায় বাসনার কোমল স্পর্শে
তোমার নগ্ন শরীরে কাঁপন ধরে।
তুমি কাছে টান আমায়। আরও কাছে...
গাঢ় হয় তোমার চোখের রামধনু রং।
বিচ্ছুরিত হয় বর্ণালি ছটা।
আমার বৃষ্টি হও তুমি,
ঝরে পড়ো আমার উপর।
আমি উন্মুখ হয়ে শুনি বৃষ্টিপতনের শব্দ
ঝমঝম করে বৃষ্টি নামে আমার আকাশে।