উৎসর্গ করতে করতে আমিও একদিন
ঠিকানাহীন হব।
নিবেদন করব নিজেকে শুদ্ধচিত্তে
তোমার ভালোবাসায়।
আমার মধ্যে আমি থাকি নি কোনদিন
যেমন রাত থেমে থাকে নি—
রাম রাবনের যুদ্ধ থেমে থাকে নি
দ্রৌপদীর বস্ত্র হরন থেমে থাকে নি
পলাশীর যুদ্ধ, সিপাহীবিদ্রোহ থেমে থাকে নি।
শেষ অপেক্ষায় আছি অন্ধকারটুকু সরাব বলে।
তবুও তো প্রশ্ন লেগে থাকে ডোবা সূর্যের গায়ে।
একান্ত উজ্জ্বল আলোয় ত্রস্তপদে ছুটে যাওয়া
হরিনীর আনন্দ যাত্রা পথে ছুটে যাও তুমি।
ফুটে ওঠে তোমার বুকে ভালোবাসার সুরভি মাখা কদমফুল।
প্রতিচ্ছবির শিখায় কাঁপে চোখের তারা।
রিক্ততার বুকে হাত ডুবিয়ে তুমি তুলে আনো
গোধূলিবেলার কুয়াশামাখা নৈঃশব্দের ঘন আঁধার।
জানালায় মুখ রেখে দেখি
চাঁদ চলে যায় চাঁদের ভেতর অনেকখানি।
মনের মধ্যে ওঠে পলাশের ঝড়।
উৎসর্গিত প্রান রেখে যেতে চায়
রক্তের স্বাক্ষর।