তোমার কাছে তোমার মনের স্পর্শসীমায়
পৌঁছানোর জন্য আমি থাকি দীর্ঘ প্রতীক্ষায়।
আমার দুচোখ ভরে তোমাকে দেখার
আকুতি লেগে থাকে।
রাতের পর রাত জেগে থাকি।
রাত জাগা পাখীর মত চোখ দুটো
অতি সন্তর্পণে হাঁপাতে থাকে।
তোমার জীবন হাজার ব্যস্ততাতে
প্রবলরকম প্রবলতর ভাবে কম্পমান...
তোমার চারপাশে ইতস্তত ছড়িয়ে থাকা
মেঘলা গুমোট হাওয়া।
দুহাতে সরাতে থাকি।
ইচ্ছে ঘনায় মনে দু’এক ঝলক হাওয়ার মত
বইতে বইতে সরিয়ে ফেলি মেঘের বিষাদ।
তুমি সেই সর্বংসহা বৃক্ষ
আমি অবিরাম পরিচর্যা দিয়ে গেছি।
ফুটিয়েছি ফুল তোমার জং ধরা মনে।
জল ফড়িংয়ের নীলচে ডানার নীচে
খেলা করে অবাধ্য বিকালের রোদ।
শত আলোকবর্ষ অপেক্ষা পর
ফিরে আসি তোমার কাছে।
তুমি থাকো আমার সঙ্গে এবং
ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে
তোমার কাঙালতা মাখা প্রেম।