তোমাকে ছোঁয়ার ইচ্ছা নিয়ে বুকে
জানালা খুলে দাঁড়ায় আমি নিঃঝুম।
আমি দেখি তোমার শরীর..
দেখার পরও দেখি।
দেখি আর ভাবি—
বোবা কান্নায় ভরা জীবন।
ভালোবাসো তুমি মধুর অনুভবে
আঁচলে ঢেকেছ বুক, আগলে রেখেছে তারে
প্রবেশ নিষেধ, অনধিকার পুরুষ।
খালি ঠোঁটে ফিরে আসি আমি
তুমি চুপ করে থাকো
তোমার নত থাকা মানে—
তুমি পেতে চাও ঈশ্বরের কোন স্রোতনাম
যা হতে পারে পুণ্যফল।
বা বেদ ঋষিদের বিচূর্ণ বিলাপ।
চুম্বনেরও চিন্তাশরীর লাগে
যে ভাবে জল রৌদ্রে শুকিয়ে গেলে
ফেটে যায় মাটি।
তীব্রতা হওয়ার আগে মলিনতা হারায় তোমার ঠোঁট।
আমার কিছু হারাবার নেই
শুধু প্রেম পেলে আসব তোমার কাছে আগামীকাল।
রয়ে যাব তোমার কাছে
অজন্তার পর আর এক অজন্তায়।
ঘুরে দাঁড়াও তুমি
অবসাদের সন্ধ্যা মুছে,
ভোরের দিকে চেয়ে দেখো
ভালোবাসা মুদ্রায় শুধু বেঁচে থাকে মন।
আগামীকালের স্বপ্ন আসে চোখে...