গভীর ধারাপাতের মত নিঃশব্দ, নিরপেক্ষভাবে
বেঁচে থাকো, সাধ্যমতো।
তোমার চতুর্দিকে ছড়িয়ে আছে কত নিগূঢ় রং
হৃদয় মুকুলিত হয় সবুজে সবুজে।
জীবনে আসে যদি প্রেম সাদরে তা গ্রহণ কর।
সবাই জানে কিছু কিছু, বলে না কেউ মুখে
জীবনে পেয়েছ যে দুঃখ, মুছে দাও সে দাগ
হেমন্তের শীতে।
আলোর ভিতরে আলো, অন্ধকারের ভিতর অন্ধকার
নিরবধি বয়ে যায় নদী, নদীর ভিতর।
এই তো সহজপাঠ জীবনের
সহজভাবে নিতে হবে মেনে।
ঝাপসা হয়ে এলো জীবন চোখ বুজে থাকা বৃথা কাল
তবুও হোল না বোঝা জীবন রটে যদি বদনাম।
পাখীর ডানার মত চাও উজ্জীবিত বিস্ময়।
দাম্পত্য জীবনের মত সারল্য চাও।
কবিতার কুশায়ায় ভিজে ওঠা চোখ দুটো মুছে-
        দশটা-পাঁচটার একটা অফিস চাও।
বিমুগ্ধ বিস্ময়ে শিখে নাও নিয়মিত সঞ্চয়ের সহজপাঠ
মুগ্ধতা মাখান হাতে সযন্তে ভাসিয়ে দাও
তোমার স্বপ্নের আধার।
শুন্যতার চরাচরে মিশে যায় আমি
অনন্তকালের সুখ সামনে এসে দাঁড়ায়।
সংসার সুখের হয় রমণীর গুনে।