বিষাদ মনে রেখো না।
তোমার হৃদয়ের নরম মাটিতে
রোপণ করো না বিষাদ বৃক্ষ।
পাতাহীন ফুলহীন শাখাকঙ্কাল আকাশ ছুঁয়ে ফেলবে।
হৃদয়হীন মায়াহীন তুমি ঘুরতে থাকবে।
পুড়বে তোমার মন। শান্তি পাবে না কোথাও
কাটবে না এই নিরলস জীবন।
নিজকেই নিজে ভেঙ্গে ফেলবে নিজের মনের আয়নায়।
বিষাদ মনে রেখো না।
নিজের চোখের জলেই হবে নিজের স্নান
কৃষ্ণমেঘের বুকে উড়তে যেও না।
তুমি ভিজে হবে একসা, নিজেকে দোষ দিও না।
বিষাদ মনে রেখো না।
শুন্য হাতখানি তুলে ধরো, ধূলিবসন স্নাত শরীরে
নিজের অভিশাপের জামা পরবে।
মুঝে ফেলো নিজের দুঃখের দাগ
অনুরাগ তোমার অপেক্ষায়...
হৃদয়ে বাজুক এক সুর,গাইতে ভুলো না
জীবনের জয়গান।
কিসের এত দুরত্বদহন এই বিরহ বারান্দায়
এই এক জীবনে কিসের এত শ্মশানশোক?
বিষাদ মনে রেখো না, বিষাদ বহনের আগে
তোমার হৃদয় নির্মাণ হোক...