নির্জন রাস্তার মোড়ে হঠাৎ তোমার সাথে দেখা
যেন মনে হয়েছিলো কোন মূর্তিকল্পের সঙ্গে আলাপ।
কথা হয়, চেনাশোনা হয় বহুদূর
জানাশোনা হয় কিছুকিছু।
তবুও এ সবের মাঝে রয়ে যায় ফাঁকি।
ধরতাই সাম্যে ফেরা মন—
বহু আলোকবর্ষ ধরে রেখেছিলে যারে মনে
সেইসব কুয়াশা পেরিয়ে যাওয়া লিপলক ছবি।
ফুটে ওঠে বাদামী হয়ে ধূসর জীবনের ক্যানভাসে।
রূপমোহ প্রেমে দিশেহারা
গাঙে ভাসাও ভেলা
নতমুখে বসে আছি ক্ষতচিহ্ন বুকে নিয়ে।
তীরভুমি ঝুকে পড়া ভাঙনের নদীরেখা জুড়ে।
দেখে নিই জলধার ভালোবাসা বহমান জোয়ার।
নৈবেদ্য রেখেছ তুলে
মেঘে ঢাকা উছলান জোছনা উল্লাস।
পরিমিত সাজান জীবনে সবুজের স্থাবরতা।
তবুও দূরভাষে
চুপকথা, রুপকথা, ভ্রান্তিবিলাস...
প্রবল শীতে কেন এত মাধবী সুবাস।
তুমি কি আমার বিজিত ঈশ্বরী
নাকি আমার না হওয়া প্রেমিকা।