মেঘলা আকাশের নীচে ম্লান সূর্যাস্তের মত
ফের ডুবেছিলে তুমি নিজের জগতে।
নির্জনতা চেয়েছি যতবার
তুমি রিক্ত হাতে ফিরিয়েছ
অপার নির্জনতা ছুঁয়ে।
অন্তহীন অনন্তের মাঝে
আমার সকল শ্রমে, মেধা ও মননে
নিদারুন নম্র খননে
কি নিপুন ক্ষত তুমি বানালে আমার মনে।
পথে ও প্রান্তরে
ঘরে ও বাইরে, দিনে রাতে
আমার সকল জীবন জুড়ে।
তুমিই আমার ব্যাকরন
তুমি আমার পুষ্পিত বিজ্ঞান।
আমার সভ্যতার শুভ্রতার মৌল উপাদান।
তোমার বুকে বুক রেখেছি বলে
জড়িয়ে আছি লতায় পাতায় ঘাসে
ঠিক তোমারই পাশে।
আমি শুধু ভালোবাসি – ভালোবাসি
এই কথা
নির্ঝরের মত নিরন্তর ঢেউ তুলে হৃদয়ের মাঝে।
জানি আমি তোমার মত নই
তবুও আমি জলের মত সহজ হয়ে রই।
নারী তুমি আমার ভিতর দুর্বিনীত নদীর
মত প্রবাহিত হও।
আমাকে তুমি পূর্ণতা দাও প্রেমে ও ভালোবাসায়
কারন আমি তোমার ডাকনাম অপর্ণা অপর্ণা...