আনন্দের কাছে থাকতে চেয়ে আমি
আনন্দের উৎস খুঁজে পাই নি।
আলোবাতাসের সৃষ্টি করতে চেয়ে
আমি অগ্নির উৎসে হাত রেখেছি —
নিজের ভিতর নিজেই পুড়েছি বারবার।
সবুজের মুঠি ঝড় বৃষ্টিতে কেঁপে ওঠে মাঝে মাঝে
তোমার মনের ভিতর জমাট বাঁধা বিষণ্ণ কুয়াশা
চিরকাল ম্লান জড়িয়ে থাকে বুকে।
যে ভালোবাসা প্রতিকৃতি অবয়বহীন
কবি এঁকেছেন কুয়াশার ধূসর রং দিয়ে
টেনে নাও বুকে গভীর আশ্লেষে।
যদি ঠোঁটে ঠোঁট কাঁপে, গান হতে চায় প্রানে
নীরবতা দিয়ে ভাসাও তারে নিজস্ব ক্রন্দনে।
পাখীর পিঞ্জর ভেঙ্গে অন্তরিন
ভালোবাসা উন্মুখ ডানায়
ফিরে পাবে যৌবনের অনন্ত আস্বাদ...
রক্তপলাশের ডাল ধরে ফিরে আসুক প্রেম তোমার
স্পর্ধিত হাত তুলে ভেঙ্গে ফেলো
ভদ্রবেশী সমাজের একপেশে নিয়মকানুন প্রাকার।
নিয়ে এসো নীলাভ আঁধার চিরে
অরুনিমা রঙে পৃথিবীর আরেক সকাল।