চাঁদের আলোর মত দ্যুতিময় হোক তোমার জীবন
আড়ালের উপমায় উপমিত হয়ো না।
জীবন তোমার হারাবে জৌলুস।
জীবন যদি কাঁদতে শেখায় আনন্দ নাও চিনে।
স্বপ্ন গড়ো স্বপ্ন ভাঙো সোনাঝুরির ছায়ায়।
প্রানের ইশারায় আলো এসে দোল খায়
মুখরিত জীবনের পাতায় পাতায়।
তুমি কি দেখনি সেই আঁকিবুঁকি সুখী জলকণা
ঝাপসা চোখে নেমে আসে অশ্রুরঙে টলোমলো
অচেনা রোমাঞ্চকণা।


শুন্যতা কেটে কেটে আবির্ভূত হয় নিশ্ছিদ্র তমাশা
সেই শুন্যে লিপ্ত হয় আমাদের অন্তিম সম্ভোগ।
প্রেমিকার চোখ ছুঁয়ে ভাবি
এ শরীরে এত মায়া, এত মোহ অনন্ত বন্ধন।
লোভে প্রলোভনে যে অবদমন স্বতঃ স্ফূর্ত
উচ্ছ্বসিত তাকে লিখে রাখি কবিতার আলোয়।
অভিমান নেমে আসে আমাদের শরীরের অন্ধকার চরাচরে
অন্ধকারের গভীরতা মাপি আমি জোনাকির নির্মোহ দ্যুতিতে।
সন্ধ্যার আয়োজনে প্রলেপ ছিল না
স্তনের গায়ে ফুটে থাকা  জরুলটির উপর।
আমাদের অপূর্ণ গল্পগুলো থেমে আছে তার পাশে।
দুরে ভুলে যাওয়া কথাগুলো ডুবে যায়
তোমার মনের ভিতর।
মিশে যায় আপন আঁধারে নক্ষত্রালোকের মৌনতায়।