আমি তো তোমায় ভালোবাসি, ডাকি
নীলাকাশে ভাসমান চিলের ডানায়।
তুমি কি শুনতে পাও নি?
তিতির ওড়ে তোমার চারপাশে,
উড়ন্ত জোনাকিরা দেয় আলো।
মেঠো ফুল লুটোপুটি খায় তোমার পায়ে,
হাই তুলে বিকালের ঘাসে।
তুমি আড়াল চেয়েছ—
একদিন তুমি ভাঙতে থাকবে। পোকা খাওয়া চাঁদের মত
ভাঙতে ভাঙতে বালু ঝড়ের মত বিলীন হবে।
সেদিন কি কেউ জিজ্ঞাসা করবে
অপর্ণা তুমি কেমন আছো?
লোকের বিদ্রুপের পাশে রাতের বিষণ্ণতা তোমাকে
যন্ত্রনায় দগ্ধ করবে।
যন্ত্রণাকাতর দিনগুলো রাতগুলো ক্লান্তিময়
ব্যর্থতা নিয়ে জগদ্দল পাথর হয়ে
তোমার বুকে চেপে থাকবে।
আজ যেটাকে তুমি শান্তি মনে করছ
কাল মৃগতৃষ্ণার মত মরু ঝড় হয়ে
ঘনাবে তোমার পাশে।
অশনি ঝলসে কেঁপে উঠবে তোমার হিরন্ময় অন্ধকার।
সেদিন কি কেউ জিজ্ঞাসা করবে
অপর্ণা তোমার দিন কেমন কাটছে?