সময়তাড়িত হয়ে ছুটে আসো জীবনের কাছে
তীব্র বাতাসের শব্দগুলো বয়ে যায় সময়ের সাথে।
তোমার উঠোনে শিউলির ফুল ঝরে পড়ে আছে।
আকুলতা কি ছিল প্রানে?
তোমার সাবধানী পা কতটা করেছে আশ্বস্ত তোমায়।
লোকারণ্যের ভিড়ে বাঁচো-
একা বাঁচো মানুষের সমাভিব্যহারে।
একা একা কতদুর যাওয়া যায়?
ক্লান্তি লাগে পায়ে, তৃষ্ণা আসে প্রানে।
মনে হয় পাশে যদি কেউ থাকে।
একা একা বাঁচতে গিয়ে থাকা যায় না একা।
গানগল্পের ফাঁকে শেষাবধি পুনর্ভূর বাসনা জাগে মনে।
হারিয়ে ফেলনা রং ভালোবাসার
তোমার চিবুকে চুম্বন করেছে রাতের আঁধার।
অনন্ত নিখিলে তোমার ভীষণ অরুচি
একা একা বেঁচে থাকা অন্ধকারে একাকী।
আশ্রয় নিয়েছ তুমি গর্ভবতী বীজে
নিঃশব্দ মিলন চেয়েছো ঈষদুষ্ণ বৃষ্টিতে ভিজে।
তুমি যাকে অনন্ত দিতে চাও সর্বস্ব দিয়ে
সে তোমার ঘরকন্না চায়
একা একা বেঁচে থাকা জীবনে।