এবার আমার হাত ধরো
তোমাকে নিয়ে যাবো বলে।
আমার হৃদয়ের পটে তোমার স্নিগ্ধ মূর্তি।
শব্দের ভিতর যেমন আমি খুঁজি কবিতা...
এই জমাট অন্ধকারে ভেসে ওঠে তোমার
মুখ আমার চিত্রপটে।
তোমার মরে যাওয়া মনে
নদী ছিল না, জল ছিল না অথচ সাঁতার ছিল
তোমার মনে অক্ষর ছিল না, কবিতা ছিল না
ছিল তোমার উচ্চারণ।
আমি তো চেয়েছিলাম তোমার অন্ধকার অলিন্দে
একটা রমনীয় বিতর্ক।
জোনাকির অভিসার, যৌনবিলাস।
তবুও কেন তোমার অভাগা কোল জুড়ে
স্তব্ধতার শুন্যতা...
তোমার মুখের ম্লান হাঁসি মনে পড়ে।
মনে পড়ে নিঃশব্দ কিছু মানুষের মত বেঁচে থাকা।
নিজের জীবনের প্রতি কি কোন দায়বদ্ধতা নেই?
তুমি প্রেম চাও নি, চেয়েছিলে শুধু বন্ধুত্ব।
যার মধ্যে শুয়ে আছে
কিছুটা রোদ্দুর আর ছায়াঘন ক্লান্ত সভ্যতা।
একবার তো কবিতা কে ছুঁয়ে দেখো ..
যার মধ্যে তুমি আর আমি বাকি সব
জাগতিক স্বপ্ন জাগরূক।
জেগে থাকে কচি ঘাস, পুনর্নবা, দূর্বাদল, শাপলা ফুল।
কাচের চুড়ির সেই শব্দ মায়া রিন রিন বৃষ্টি অচল।
তুমি কি জানো তোমার অন্তরায় কি
কিই বা  নিশ্চল।
এই রাত্রির সমাপ্তি নেই
নেই এই দিনের অনন্ত বিস্তার...