আমাকে কি সারা জীবন তোমার
বিবেচনার অপেক্ষা করতে হবে কুণ্ঠিত,
হৃদয়ের মাঝে ওঠে ঢেউ
মনে হয় আছড়ে পড়ি তোমার বালুতটে।
তুমি কি বোঝো না প্রেমের পরিভাষা কথা বলে।
তুমি তো গর্ভে ধরেছিলে আমার
এই ভালোবাসা।
মিলেমিশে ছিলে রক্তে, রসে, লালায়
আমার শ্বাসের অক্সিজেনে।
তবে কেন এই নতুন উৎস সন্ধান।
জোনাকির আলো ইশারায় ডাকে
ক্রমশ উষ্ণ হয়ে ওঠে রক্তকণিকা,
কব্জির স্পন্দন ঝড় তোলে শিরায়।
আমি বনাঞ্চাল ভেঙ্গে এগিয়ে যায় প্রদীপের শিখা হাতে,
সদ্য ঘুম ভাঙা পৃথিবীর দিকে।
জেগে ওঠে তোমার রাঙামাটির গ্রাম।
ভেসে আসে গানের সুর হাওয়ায়
ডেকে ওঠে কোকিল সমস্বরে।
তোমার পাষাণবেদীতে রক্তচিহ্ন।
তবুও আমাদের নিত্য জীবনযাপন।
অর্ঘ্য সাজায় আমার সালাঙ্কারার জন্য,
দুটি রক্তজবা ফুল, দুটি নিখুত ছাগশিশু।
ঈশ্বরের কপালে স্পর্শ করায় অসমসাহসী
রক্তচন্দন...