আমি স্থির প্রতীক্ষায় ছিলাম
তুমি আসবে আমার জীবনে।
কাছে আসো নি বলে, কাছে আসবার
স্বপ্নটুকু মলিন হয় নি কোনদিন।
তোমাকে ছোঁয়ার অনুভূতি নিয়ে
বেঁচে থাকবে সুচির জীবন।
কত তারাভরা রাত, আর সমুদ্রের সঙ্গম
বয়ে যায় আমার বৃষ্টির উপর।
তোমার এত আকুতি, এত যে আসক্তি,
এত মোহ, প্রেম, গন্ধ আর অশ্রুভরা ক্ষণ
আমি লিখে রাখি আমার আত্মায়।
সম্পর্কের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে—
সেই সম্পর্ক ও টানের মধ্যে বেঁচে থাকে
আমাদের জীবন।
একটা আলোকবৃত্ত উঠে আসে
সমুদ্রের গভীরতা থেকে-
থাকে কিছু রঙ, কিছু আনন্দের টান।
প্রেমের যে অশেষ পথ—
সেই পথেই আমাদের সম্পর্কিত জীবন।
আমাদের মৃত্যুও ....