কোন সুস্মিত আলোর ভিতর
সুগোপন থাকে যেন প্রেম।
ফাগুনের ফুরফুরে ভাব চাই এই
শীতের হাওয়ায়।
কুয়াশা ও অন্ধকার ভেদ করে ফুটে ওঠে
রাতের স্নিগ্ধ মোলায়েম জ্যোৎস্না।
সারা আকাশ জুড়ে যখন নেমেছে বৃষ্টি
শুধুই ভিজেছি দুঃখ বেদনার অথৈ জলে।
ভেঙে ভেঙে টুকরো হয়েছি দিনেরাতে।
তখন তুমিই বলো ঈশ্বরী
আমি কার কাছে যাবো?


শরীর বেয়ে নেমেছে টপ টপ রুধির ধারা
যেন তুমি আঁকড়ে ধরেছো আমুল আমাকে।
খর রৌদ্র কি দিতে পারে পরম প্রশান্তি?
যখন যেখানে যে পথেই গেছি
তোমায় দেখেছি।
তুমি করেছো পথ পেলব মসৃণ অনাবিল
সুখে এবং নির্দ্বিধায়।
রিমঝিম বৃষ্টি হোক, ধুয়ে দিক রোমকুপে
জমে যাওয়া কুচুটে লবণ।
নীরবে দাঁড়াবো আমি ঈশ্বরীর কাছে
চাইব না আমি পার্থিব বিষয় আশয়।
অশ্রু জলে ধুয়ে দেব তার নগ্ন পদতল
শুধু জেনে নেব  অর্জিত সব পাপ রাখব কোথায়।
তখন তুমিই বলো ঈশ্বরী
আমি কার কাছে যাবো—
শুধু তুমি আমার হাত ধরে বলো একটি বার
ভয় নেই আমি তো আছি – থাকব চিরদিন, চিরকাল।