আমি জন্ম কবি নই
কবিতা লিখতেও পারি না কোনদিন।
তবুও বাঁচতে চেয়েছি কবিতার মাঝে।
যৌবনে মাঠে ঘাটে ধুলিপদে
কবিতা কুড়িয়েছি।
খুঁজে দেখেছি প্রেমিকার আঁচল...
গল্প ছিল না বেশি, ছিল মনখারাপের বিকেল।
যার পায়ে লতাপাতা জড়ান বিষণ্ণতা।
কথার উপর কথা বসিয়ে আমি
বানিয়েছি শহুরে প্রলাপ।
কবিতায় বৃষ্টিকে ডাকি লিখে রাখি
নিঃশব্দের অশ্রুপতন।
নরম পাতার উপর ঠিকরে পড়ে
শেষ বিকালের রোদ।
জীর্ণ পাতার শুন্যতা নিয়ে কাছে ডাকি
খেলা করি তোমার  খোলা বুকের নির্জনে।
সে খবর অনেকেই জানে।
তবুও আমি দুহাত বাড়িয়ে থাকি
তোমার স্পর্শ নেব বলে।
তোমার প্রতিটি স্পর্শ আমাকে ঈশ্বর বানিয়ে দেয়।