অপর্না, তুমি যদি হারিয়ে যাও—
নদীর স্রোতে খণ্ড খণ্ড হবে পূর্ণিমার চাঁদ।
মৌনতার অন্ধকারে দেখি
কাজল আঁকা তোমার সেই চোখ।
আকাঙ্ক্ষার মেঘলা দুপুর আঁকে
আমার দুচোখে সেই স্বপ্ন...
কৌতুক ভেঙে তুমি গড়িয়ে দিয়েছ
ভালোবাসার  আলো ।
তাকেই ছুঁয়েছি আমি, ভাঙ্গতে চেয়েছি তোমার আড়ষ্টতা।
চিলের ডানায় ঝাপটা দেওয়া
খর রোদের তীব্র আকাশ।
বুকের মাঝে বাজে রেশমী চুড়ির ঠুনকো আওয়াজ।
তোমার ভ্রূর ভাঁজের কটাক্ষপাত
          আর অভিমানের পাহাড়চূড়া।
আমি ডিঙ্গিয়ে যাবো তোমার কাছে।
দীর্ঘপথের রক্তক্ষরণে জমিয়ে রাখা ক্লান্ত ধুলো
ধুয়ে দেব চোখের জলে।
এখনও কি তীব্রমুখী শব্দ ওঠে বুকের কাছে।
অপর্না এবার সময় হয়েছে
    নিজেকে নিজের থেকে বেরিয়ে আনার।
এখন সময় হয়েছে - বৃক্ষ থেকে একটি
পাতা কুড়িয়ে নেওয়ার...