মাস বছর ঘুরে যুগের সমাহারে
জারিত করেছি নিজেকে, হাত নাড়াবার অবকাশে
স্থানু হয়ে গেছি—
আমার রোমকূপে ঘামের শরীরে
তুমিই ছড়িয়েছিলে আকাঙ্ক্ষার রঙ।
পরিয়েছিলে প্রেমে বিষাদমালা
অবহেলার ফুল ঝরানোর দিনে
আমার মনের নকশিকাঁথায় জড়িয়ে থাকতে চেয়েছিলে।
স্বচ্ছল বন্ধুত্বের ফাঁকে জেগে ওঠে প্রভূত
ভাবি কার মুখ, পড়ে কি মনে?
পল অনুপল ঘুরে ঘুরে এতকাল একাকী
বিশ্বাস এনেছিলাম বন্ধুত্ব আর ভালোবাসায়।
আমার প্রতিটি অনুগত শ্বাস বাতাসে ধাক্কা খেয়ে খেয়ে
বিলীন হয় তোমার পরিহাসে।
বয়ঃসন্ধির ফাঁকে ফাঁকে অতীতচারিতার
সেই মহাত্ম্য, আজও কত গল্প হয়ে নেমে আসে
আমার মনে—
রাত্রির নিস্তব্ধতা কেটে কেটে
মেধা ও মননের সারাৎসারকে তুচ্ছ করে
আমি উল্লাস জানাই তাকে।
বন্ধুত্ব দহন কি তুমি জানো?
কতটা আকর্ষণ বোধ করলে আমি চলে যায় চরমসীমায়।
মুগ্ধতা ছড়ায় তোমার মাঠে,
অনন্য হয় ভালোবাসা উত্তরণ।
কত যত্নে লালিত হয় এই সব শব্দময় ঋণ
হিমের কুয়াশায়, ফুলের সৌগন্ধে...