পরিত্যক্ত পৃথিবীর পায়ের পাতায়
ঘাসের গায়ে ফোঁটা ফোঁটা শিশিরের দাগ।
কত পরাজয়, হাসি, ক্লান্তি বুকে নিয়ে কতকাল
সময়ের পর সময় পেরিয়ে
তোমার অপেক্ষায় দিন গুনি আজও।
কথা ছিল তুমি আসবে
হাতে হাতে রেখে করেছিলে অবিচল প্রত্যয়।
আমরা ফিরে যাবো আমাদের নিজস্ব নৈঋতে।
তবুও অনিশয়তার ডানা ছেঁটে
জেগে থাকে এতটুকু আশা।
তোমাকে পাওয়ার লোভে এতদুরে এসেছি
পারব কি ফিরে যেতে আর?
যে প্রজ্ঞা শরীর নিয়ে তুমি ভালোবেসেছো,
আক্লেশে ভাসিয়ে দিয়েছ নিজের শেষ দীনতাটুকু।
আমি অপেক্ষায় থেকেছি—
স্বপ্নের ভিতর কিম্বা মৃত্যুর ভিতর
অথবা জাগরনে।রাত্রির সম্ভবনায়
আমি আলোর অভিমুখে স্থির।
সান্ধ্য মৌনতায় আজ রচনা দেব সমকালীন
এক ব্যর্থ কবিতা।
উৎসবের মরসুমে আসবে বলে
কড়া নাড়িয়েছিলে মনের দরজায়।
পাখীর ডানাই বেঁধে ছিলে স্বপ্ন।
আমি উদাসী বাতাসগুলো জড়ো করে
বুক ভরে নিয়েছিলাম শ্বাস।
নীরবতায় মুগ্ধ হলে দেখি –
অনেক প্রজ্ঞা হাসি হেসে আছে
আমাদের দুজনার চেয়ে থাকা চোখে...