কাল রাতে খুব করে চলে আসি তোমার কাছে
তোমার স্বপ্নেরা ঘোরা ফেরা করে আমাকে ঘিরে।
এই তো অনেক বেশী পাওয়া..।
জেব্রা ক্রসিং হেঁটে যেতে যেতে
তোমাকে ডায়াল করি –
পূজোর ঘণ্টির শব্দ শুনি – রাধামাধবের
মূর্তির সামনে আমাকে কি দেখতে পাও?
জয় রাধামাধব! আমিও আছি সেমিকলনের মত,
হাইফেনের মত, লোডশেডিংএর মত,অন্ধকারের মত।
মাইগ্রেনের ব্যথার মত আমি জড়িয়ে আছি
তোমার ভ্রূর আশেপাশে।
ঐ যে লাল রঙের সয়েডের টিপ
সেটে আছে তোমার কপালে,
আমি আছি সেখানেও – এই তো অনেক পাওয়া।
এই অপরাহ্ণ বেলায়, দূরের ঐ শিরীষের ডালে
পাতায় কাণ্ডে আর মাটির গভীরে-
এক সময় ধূসর মৃত্যুর খোঁজ করেছি।।
আমি গদ্যের ত্রিসীমানায় পা দিই নি,
তবুও খানিক লোভ তো আছে –
একটু হাঁসি, চুড়ির রিনিঝিনি,
আর চিকন শাড়ীর উজ্জ্বলতা, এই তো অনেক পাওয়া।
ঘাস ফুল বুকে নিয়ে ঘুমোচ্ছে শহর
আমি ছেড়ে দিতে পারিনি পুরোনো নেশা
তোমার খোঁপায় গুঁজে দিই রোদ
তোমার ন্যুড লিপস্টিক প্রচ্ছদ
আঁকব বলে নিয়ে আসি সাদা ক্যানভাস
এই নিয়ে তো আছি আজকাল
এই তো অনেক বেশী পাওয়া।