হে রমণী তোকে খুঁজেছি আমি পৃথিবীর
দূর দূর পরিধি
তোর তুলনা নেই, সুন্দরী তুই দ্বিতীয়।
তোকে দেখেছি আমি মৃত্যুর উৎসবে,
আনন্দমুখর দিনে।
সে ছিল আমার বাসনার প্রলাপ।
যদিও তোর প্রেম ডাকেনি তোকে সরবে।
তোর রমণীয় দেহে তীক্ষ্ণ নখে উল্কি আঁকি,
লিখি পরিনামী গল্প কথা।
তোর দীপ্ত ললাটে আঁকি চুম্বনের ছবি
কি অপরূপ সুন্দরী তুই, তোর ভালোবাসার মরন জ্বালা।


আমার হাজার শ্লোকে আজও পড়ে নি ধরা
তোর সুগভীর চোখের মায়া।
তোর অনুচ্চ কণ্ঠে মেলে ধরা ওষ্ঠের হাসির রেখা
নীরব প্রেম হৃদয়ে লুকিয়ে করিস ছলনা।
সুন্দরী তুই মায়াবিনী, তোর ভালবাসতে নেই মানা।
প্রনয় আনন্দে জ্বলে পুড়ে মরিস্
দেহের উষ্ণ বাগানের ফুল দুহাতে দলিস
তুই সেই মহান সুন্দরী, তুই কি উপায়হীনা।
বস্ত্র দিয়ে বৃথাই কেন ঢাকিস বুকের ললিত চূড়া
বৃথায় কেন সাজাস নিজেকে কোন সে অভিসারে
গোপন প্রেমিক চুম্বন ঢালে চিহ্ন জরার
প্রেয়সী সুন্দরী তোর ভালোবাসার মরন ভালো।