দেব বলেছি যখন আমি তোমায় দেব –
আমার থমকে থাকা মৃত ভালবাসা।
    আমি ছিলাম মৃতকল্প শুভ্র দেহমনে।
ভালোবাসা, নিভৃতে সে ছিল একা। মজে যাওয়া
নদীর মত চন্দনের বনে।
হিমাবৃত তুষার নিবিড় নিদ্রা সঘনে।
আমার জীবনে ছিল না প্রেমের প্রতীকী আলো হাওয়া
কেঁদে ফিরত এক প্রেত অন্ধকার কায়া।
মুক্ত নদী বলে ডেকো না আর এ ভালোবাসা
অপসৃত অভিশপ্ত ছায়া।
একি কোন দিন পৌঁছবে সমুদ্রের সঙ্গম অবধি।
নেকড়ের মত ছিল না ক্ষুধার্ত দৃষ্টি
ছিলনা কোনদিন পোড় খাওয়া সাহসী মন।
আমিও ডেকেছি তাকে সুপ্ত ভালোবাসা
এ শুধু অনিবার্য সময়ের ব্যথা – সমর্পণ করেও
তোমার সমীপে হতে পারিনি দৃপ্ত নচিকেতা।
নিঃসঙ্গ হয়েছি দ্যাখো তোমার এই ভিড়ের শহরে।
বলেছো আমায় সাহসী হও জীবনের এই পবিত্র প্রহরে।
তোমার অনবদ্য স্পর্শ ছুঁয়ে থাকা আদরের চুম্বনে
বেঁচে আছে ভালোবাসা।
বহুদিনের না পাওয়া ওম
বৃষ্টি হয়ে নামে আমার জীবনে।
হঠাৎ আলোর নদী ছায়া হয়ে বয়ে যায়
তোমার প্রেমের ফল্গুধারা—
আমি সম্মুখে দাঁড়িয়ে তোমার
আমায় স্পর্শ কর বার বার...