আক্ষেপ তো থেকেই যায় মনে
জঙ্গলের ঝরা পাতায় যেমন আগুন জ্বলে
তোমার কথা মনে হলে –
নিতান্ত দুঃখশোকে ও বেদনায় আশাহত হই।
তুমি কি বলতে পারবে আবার কবে দেখা হবে।
আমি দাঁড়িয়ে থাকি কোয়েস্ট মলে নির্বাক দৃষ্টি নিয়ে,
আমরা বসব মুখোমুখি ক্যাফেতে কিম্বা নতুন কোন অপেরায়।।
আমরা জড়িয়ে ধরে চুমো খাব বৃষ্টির মত স্বচ্ছ।
ভুলে যাবো আমরা বসনিয়া-আলজেরিয়ার পুঁজিবাদ মৌলবাদ।
ধর্মের নামে যারা করেছিলো জেহাদ।
আর যারা করেছিলো অসহায় মেয়েদের প্রতি অত্যাচার
তাদের জন্য করব প্রার্থনা।
হেঁটে হেঁটে কোন অলস বিকালে কার্জন পার্কের পাশে
মনুমেন্ট দেখব, মিউজিয়াম দেখব।
এক বুক তৃষ্ণা বুকে নিয়ে
কবে আমরা ভিক্টোরিয়ায় আসব।
ঘুরে ঘুরে দেখব এ পৃথিবীর প্রান্তর
শুধু তোমাকে দেখার শুন্যতা বাকি রয়ে যায় মনে।
যত ভাবি অরন্য প্রান্তরে চলে যাব
শুন্য করে আমার ব্যগ্র অঞ্জলী।
ভালোবাসছ বলেও ভালোবাসনা
আমার কৃষ্ণচূড়া বনে আগুন জ্বালিয়ে
চলে যাও দুরে...
একটা আক্ষেপ তো থেকেই যায়
এই ছোট্ট জীবনে।