হাজার বছরের কুশায়া সরিয়ে দেখি
আমি দাঁড়িয়ে আছি আমার নিজস্ব অন্ধকারে।
নষ্ট হয়েছে আমার হৃদয়, নষ্ট হয়েছে সমস্ত সুরার স্বাদ।
পৃথিবীর কাছে যেন উপেক্ষিতা আমি বর্জ্যের মত,
যেখানে জন্ম নেয় আগাছা...
উজ্জ্বল বসন্ত কি শেষ?
জীবনভর শুধু আনন্দের সন্ধান করেছি,
কিন্তু তার তল পাই নি কোনোদিন।
কোন কোন দিন আমার নিঃসঙ্গতা
আমাকে পৌঁছে দেয় অভ্রভেদী তুষার পাহাড়ের
উষ্ণীষ মাথায়।
আমার শরীরে জ্বলে তিক্ত বসন্তের ক্ষতচিহ্ন।
চির দুরারোগ্য ব্যাধি দেখে ঈশ্বরও ফিরিয়ে নেয় মুখ।
আমার সমস্ত প্রার্থনা আজ শুকনো ঘাসের মত নিষ্ফল।
ভালোবাসার পথে যদিও আছে ক্লান্তি
তবু আমি নিশ্চিত জানি
নতুন আশা আর ইচ্ছারা জন্ম নেবে
নতুন সূর্যোদয় থেকে।
কিন্তু সায়নী..
একবার তোমার গভীর চোখের দিকে তাকাও
তোমার হতাশার মধ্যে ঘুমিয়ে আছে সুখ।
সর্ব শক্তিমানের সব ক্ষমা থেকে তুমি নও বঞ্চিত
তোমার রিক্ত হাত অভিবাদনের জন্য প্রসারিত,
তোমাকে ছুঁয়ে যাবে ভালোবাসার নবীন বৃষ্টি।