হৃদয়ে বয়ে যায় রুধির ধারা,
কত ক্ষত বুকে নিয়ে কেটে যায় দিন।
কত কাটা দাগ, কত ছেঁড়া ছেঁড়া স্মৃতি
চোখ মেলে চেয়ে দেখ হৃদয়ের প্রতি।
ধৈর্যের বাঁধ টুটেছে বলে এবার নিষ্কৃতি চাস।
নিষ্কৃতি চাস পুরুষের থেকে।
পুরুষের শরীরে মোহ নেই, মোহ নেই পুরুষের বুকে,শিশ্নে।
তাই শরীর ফিরিয়েছিস নিজের দিকে।
আমি তো জানি বেদনার সঙ্গে সঙ্গম করে
পেরিয়ে এসেছিস পনের বছর।
পথের রুক্ষতায় রেখেছিস হাত, পরিত্রাণ নেই।
কষ্টের গায়ে এখন ঢালিস ঠাণ্ডা জল
মাথার চুলে চালাস মমতার আঙুল।
তবুও তো পরিত্রাণ নাই।
সঙ্গমহীন জীবন তোর, উপায়হীনা নারী।
পূর্ণতা পাবি পুরুষের সঙ্গমে
নদীর শপথ বহতা স্রোতে পূর্ণতা তার সাগর সঙ্গমে।
তবে কেন তোর জীবনের অন্তমিল ছন্দভেঙে
আঁধার ঘনায় দিনের আলোকে।