জীবনের ক্লান্তি থেকে ব্যথাহীন শান্ত অবকাশে
মনে পড়ে তোমার মুখ হাজার মানুষের ভিড়ে।
স্থির হয়ে আছে আজও, দীঘির স্থির জলে।
যেন ঝরে যাওয়া শালুক পাতার মত
ডুবে গেছে জলে কোথায় কোন অতলে।
পড়ন্ত বিকালের ম্লান আলোয়
দেখেছিলাম নিবন্ত সবুজ গাছের সারি।
নিজেকে সম্বল করে একা একা হেঁটেছিলাম
তোমার ছন্নছাড়া গ্রামের দূরবর্তী সব প্রান্তরগুলি।
আমি খুঁজেছিলাম তোমায়,
আমার লজ্জাহীন দীনতা নিয়ে।
তবু যদি কোনোদিন মনে পড়ে তোমার—
ভুলে যেতে কি ভুল হয়?
হৃদয়ের বোধে ওঠে ঝড়, ভয়ংকর দুঃস্বপ্নের মত
তোমার আর্তনাদ ধ্বনিত হয়,
গুঞ্জরিত হয় আকাশে বাতাসে।
আজও প্রতিদিন নিয়ম করে তোমার প্রিয়
কৃষ্ণচূড়া গাছের তলে দাঁড়ায়।
সন্ধ্যা নেমে এলে—
হু হু করে বয়ে যায় শব্দহীন অপ্রয়াসী জল
তুমি কি নেবে অশ্রু একা অন্ধকারে
আমি কি তোমার বিচ্ছেদ।
প্রেম নিয়ে চলে গেছো তুমি একা
ছায়াবৃত অন্ধকারে অশব্দ ঢেউয়ের মত।
ভেঙে ফেল আমায় ব্যাথাহত কোন এক বিকালে...