চলে যাবার মুহূর্তে
জুতোর স্ট্রাপ লাগাতে লাগাতে আমি
তোমার দিকে চাইলাম। তোমার তৃষ্ণার্ত মুখ।
আমি তো তৃষ্ণার জল হয়ে থাকতে চেয়েছি,
তোমার কঠিন পিপাসায়।
আমি সারাক্ষণ জেগে থাকি তোমার ভেতর।
ঋতুর শোভার জন্য আর এক ঋতু আসে,
মানুষের বিচ্ছেদে আর এক মানুষকে
পথ ছেড়ে দিতে হয়—
আমি তোমার উঠোন ছেড়ে দাঁড়ায়,
তুমি ফিরে তাকিয়ে দেখে নাও
কোথায় ছিল তোমার ঘর, কোথায় তোমার অঙ্গন।
শঙ্খধ্বনি দাও – পুজোর সময় হলে ভালোবাসার আকুতি।
দুঃখহীনের অভিমান নিয়ে কোথায় তোমার সুখের বসতি
চোখে অশ্রুবিন্দু নিয়ে নির্বাক দৃষ্টিতে আকাশ দেখো।
ক্ষান্তবর্ষণ মেঘের মত তোমার প্রেম হারিয়ে যায়।
শ্রাবনের বৃষ্টি কি ধরে রেখেছিল প্রেমের কবিতাগুলো?
নাকি অন্ধকার পথ ধরে রাখে তোমার
আগামীদিনের আলো ।
শুধু অভিমানের ঢেউ আছড়ে পড়ে বুকে।
অপ্রাপ্তির মনবেদনা বুকে নিয়ে পথ চলতে থাকো
ঝরে যাওয়ার হলুদ পাতার মত জমতে থাকে
অভিমানীর অভিমান...