ঘৃণাই যদি দেবে তবে কাছে কেন এলে
মনের দুয়ারখানি খুলে একটু হেসে আবার ফিরে গেলে।
একটি বেলার এই একটু দেওয়া নেওয়া এই তো হল শেষ।
তোমার ভালোবাসা আমার কাছে ছিল অশেষ।
কবে তুমি তোমার গোপন করতালি
বাজিয়েছিলে কুটিল করপুটে।
আজও তার শব্দ, তৃষ্ণা হয়ে আমার বুকে বাজে।
তোমার এই অপ্রাপনীয় চুম্বনের দাগ
আমি স্মরনে সজীব করে রেখে দিই
দাও তোমার এতদিনের জমে থাকা
অতৃপ্তি, বিষাদ, দাও তোমার তীব্রতম ঘৃনা
আমি আমার উদ্বেলিত হৃদয়ে রেখে দিই।
যদি তুমি দিতে না পার তোমার তীব্রতম ভালোবাসা
তোমার থেকে দুরে চলে যাব আমি
প্রত্যহ বইব আমি তোমার ঘৃণার এই দুর্লভ স্মৃতি।
যত পার দাও যন্ত্রণা, যত আছে ব্যথা
আমি ধারন করব আমার জীবনকোষে
রক্ত করে রেখে দেব আমার রক্তনালীতে।
তুমি একাই থাকো তোমার একাকী সংসারে।
আমি বেঁচে থাকব তোমার থেকে দুরে
তোমার ঘৃণার পাশে...