আমার জীবন হয়েছে অর্থহীন
সব প্রতিরোধ হয়েছে নিষ্ফল
আমাকে তুমি ভাসিয়েছ তোমার
দুনিয়া ভাসান প্রলয় বৃষ্টিতে।
ভেঙেছ আমার দুর্গপ্রাকার, আমি যতই করেছি উঁচু।
কই দেবে বলে দিলে না তো রৌদ্রকরোজ্জ্বল ঝলমলে দিন?
তোমার নিঃসঙ্গতা কোনদিন ছুঁয়ে যায় নি
অনুভবের সাত রং ।
তোমার দুয়ারে খেলা করে উন্মাদ বসন্ত
রুদ্রপলাশের আগুন বুকে নিয়ে।
তোমার নিমগ্নতায় পাতাঝরা পথের পাশে-
আমি বাজাই কৃষ্ণের বাঁশি।
রাইবিলাসিনীর মত তোমার ছিল না অপেক্ষা এতটুকু।
উড়ে এল মেঘ তোমার থেকে সঙ্গে প্রবল হাওয়া
সত্যিকারের মুরলীধ্বনির সঙ্গত দেব বলে
যেই হয়েছি থিতু।
উজানের স্রোতে ভেসে গেলাম আমি
তোমার স্মৃতিকে বুকে নিয়ে।
ততদিনে জেনে গেছি আমি অভ্রান্ত,
দুর্নাম ছড়িয়েছে দিগ্বিদিকে।
হালফিলের এই সহজসত্যকে তুমি বজ্রগর্ভ আখ্যান দিতে পার।
সুন্দরের জন্য হাহাকার করো
ভালোবাসার জন্য মনে ওঠে ঢেউ
মধ্যরাতের ঘন ঘুম ভেঙে চেয়ে থাকো
আমার স্রোতস্বিনী...