অধঃপতন বলছ ...
আমি ঠিক বুঝে উঠতে পারি না সঠিক কোন পথ।
তোমার চিন্তার ভেতর প্রনয় শব্দ
ধারনার বাইরে একটা মহার্ঘ শব্দ।
প্রণয়ের পাতা জুড়ে থাক আমার বন্দি জীবন
জীবনের পাতা জুড়ে থাক ভালোবাসার কথা।
প্রান্তিক জীবনে লিখে রাখি নামগোত্রহীন
মানব-মানবীর ঈষৎ বোঝাপড়া।
একটা শোকাতুর সম্পর্কের ভিতর...
যে সম্পর্ক ছিল মোলায়েম
সে সম্পর্কে অনাব্যশক কিছু কথাপোকথন,
রগরগে ভাষার ব্যবহার শুনে, তুমি বুঝি ভাবো
এ আমার ভীমরতি, প্রণয়ের ভুত।
তুমি কি জানো এক গাল হাসলে ভালোবাসা হয় না?
কারও জন্য আমি দিকভ্রষ্ট নই।
আমাদের তিরিশ বছরের অভিজ্ঞতায় এ তোমার ভুল সহবাস।
কতটা জানি আমি, কতটা  তুমি জানো
কেউ কি তা জানে...
বরং ভুলের ভেতর সরষে দানা
তার ভিতর ভুল।
তোমার নিষ্ণাত অস্ত্রাঘাতে জর্জরিত আমি
অনুভবী কুটিল স্বভাব চর্চাপ্রবণ, তোমার প্রচারধ্বনিতে
বিস্তার করে সমস্ত বহুলতা।
সময়ের ঘোরে পরিস্থিতি পর্যটক
সংশয়জনিত সংবাদ প্রাপ্তির আগে কেউ কি করেছে ভুল?
নাকি সবটাই অবিশ্বাস।
কতকিছুর মধ্যে হারিয়ে যেতে যেতে
এই ভাঙা ভাঙা প্রনয় অপবাদ।
তবুও হবে নিশ্চিত যাপন,
আমি নরম প্রত্যাশায় দিন গুনি...