লুকিয়ে রেখেছ যে আবেগ চোখের আড়ালে
অপূর্ণই থেকে গেল প্রচ্ছন্ন দীর্ঘশ্বাসে।
তোমার চোখের তারার কানায় কানায় রক্ত টলমল
ঘুম থেকে উঠে দেখো প্রত্যেক সকাল—
ভাঙন তোমার চলতেই থাকে, থামেনা ক্ষরণ
তোমার জরায়ুতে জমা হয় ফেলে আসা জীবনের ক্ষত।
গভীরে যাওয়ার আগে কতটা নির্বাচন ছিল
তোমার ভুল ভালোবাসায়।
চাঁদ ঢেকে যায় মেঘে মেঘে...
রাত গভীর হলে প্রহসন ফুটে ওঠে তোমার বিস্ময় ভরা মুখে।
জীবনকে ভালোবাসতে পারো নি কখনও
অশান্ত বাতাস আজও পাতা উলটে খোঁজে তোমার শাড়ীর ভাঁজে।
পরম লালিত্যে যাকে পালন করেছো মনে
সে তোমার ভয়।
সারা জীবন কুরে কুরে খেয়েছে তোমায়।
সৃষ্টিহীন অহমিকা নিয়ে আর কত দিন বেঁচে থাকা যায়?
তার তো কোন অভিমুখ নেই, নেই পতনের কোন শব্দ।
স্মৃতি নিয়ে কেউ বেঁচে থাকতে পারে না নিজস্ব অবয়বে।
আকাশের গল্প আঁকতে আঁকতে শুধু নিজেকে আড়াল কর প্রতিদিন।
আজীবন পোড়ালে নিজেকে ভালোবাসার আগুনে
ভীষণ ইচ্ছা জাগে মনে এই মেঘলা আকাশ ভেঙে
বেরিয়ে আসুক জ্যোৎস্না ভরা রাত্রি।
যে অনন্ত জীবন তোমার পড়ে আছে ধুলোমাখা প্রান্তরে।
অশ্রুজলে ভেজা দুঃখের সমস্ত অক্ষর
এই মেঘলা আকাশে বৃষ্টি হয়ে ঝরে পড়ুক
অভিমান আর ঘৃনায় ফেরান
আমার প্রেমিকার হৃদয় দুয়ার।
বুকের ভেতরে যার আদরের খোঁজ
হৃদয় দিয়েছি যাকে সে আমার হতাশাবিলাসী
তার হাতেই মরব জানি, তবুও তাকেই ভালোবাসি...