সমস্ত আড়াল ভেঙে নিয়ে আসি কিছু রঙমশাল
যে মুগ্ধতা জাগিয়ে রাখতে চাই সারাক্ষণ
সেই মুগ্ধতায় নিয়ে এসো সুখের স্বপক্ষে কিছু প্রকৃত প্রস্তাব।
যে পাখিরা জেনেছে শুধু আনন্দ উড়ান
মহানদী পেরোবার আগে জেনে নিতে চাই –
     পরিশ্রান্ত ডানার মহিমা।
     অবিনাশী হাওয়ার বিক্রম।
     উৎসববিহীন কোন আলোর স্বরূপ।
নিজেকে উজাড় করে দেব বলে
ভরা যৌবনের ডালি নিয়ে এই সকালের আলোয় নেমেছি।
তোমার লোনা জলের অবগাহনে।
তাই নেমে এসেছে কলঙ্কের চাঁদ পুড়ে যাওয়া ধানক্ষেতে নিঃশব্দে।
সবুজ তৃষ্ণায় মুখ রাখি তোমার নরম বুকে।
সূর্যকে সাক্ষী রেখে তোমার গর্ভের জলে পা রেখেছি
জ্ঞানতাপস হব বলে।
জ্ঞানতাপস হব বলে কেটেছি কবচ কুণ্ডল।
এ ভাবে সহস্রলোচন নয়, তোমার কাছে চেয়েছি ব্রহ্মদৃষ্টি
দিকে দিকে ধ্বংসকে গ্রাস করে নীলকণ্ঠ হব।
আমার মধ্যে স্থির হয়ে থাকো, ধারন কর স্থিতি।
তোমার স্নায়ুতন্ত্রে জড়িয়ে আছি
তোমার প্রতিটি নিঃশ্বাসের শব্দে আছি, সম্মত কাছাকাছি...