মন খারাপের দিনে আঁচলে লুকিয়ে রেখছ
নিবিড় আত্মকথন। দু’ঠোঁটের কথার প্রলাপে
বৃষ্টি ভেজা কপোতির বৈধ রসায়ন।
পথে পথে ফেলে আসা শৈত তাড়িত সন্ধ্যার চাঁদ।
যার আলোয় পুড়ে যায় জীবনের জলছবি।
বছর পনেরোর আবেগে ছিন্ন ভিন্ন হতে হতে
নীরব শব্দের পাশে দাঁড়াও।
দিগন্ত রেখার দিকে ছাত খুলে যায় আকাশের-
আলো, গান উঁকি দেয় মনে।
ভালোবাসো প্রিয়জন, কান্না করো, আরও কান্না করো।
কেবল দুচোখ দিয়ে শ্রাবণ ঝরাও।
কতখানি শ্রাবণ তুমি ধরে রেখেছিলে?
যা তোমাকে দেবে বাকি জীবনের আর্দ্র বার্তা।
পথের মাঝে বসে পড় ক্ষণস্থায়ী নিগুঢ় ছায়ায়।
বিগত দিনের ছেঁড়া বিরহ স্বপ্নগুলো
দমকা বাতাসের মত সামনে এসে দাঁড়ায়।
আসলে সমস্ত সম্পর্কের ভিতর একটা সম্পর্ক থাকে
সেটা বড় নির্জন।
প্রাগৈতিহাসিক বিরহ বেদনার বোঝা বয়ে
একলা পথ চলো।
কতটা দহন বেরিয়ে তুমি এলে, জানি
নিরুপায় নির্জন পথে তুমি একা
ক্ষণিকের সহযাত্রী আমি
তোমার সাথে বিনিময় হয় মূক ম্লান হাঁসি।
যেন এ এক নির্জন অন্ধকারে ঠিকানাবিহীন পথ চলা...