সম্পর্কের ভিতর আরও একটা সম্পর্ক থাকে
মানুষ ইচ্ছা করলেও সেই সম্পর্ক থেকে
বেরিয়ে আসতে পারেনা।
আমিও সেই সম্পর্ক নামক বৃত্তে ঘুরতে থাকি।
যেন একটা অমোঘ শক্তি
আমাকে টানতে থাকে তার কেন্দ্রের দিকে।
বৃত্তাকারে ঘুরতে ঘুরতে আমি সেই জায়গাতে চলে আসি,
যেখান থেকে আমি বের হতে চাই।


মহুয়ার গন্ধে ভরা মাতাল বাতাস আমাকে ছুঁয়ে যায়।
দিগন্তের দিক সীমা ছুঁয়ে ফুটে ওঠে
বিমূর্ত ছবির মত বসন্ত উৎসব।
তা হলে বসন্তের রং কি আমাকে স্পর্শ করবে না?
কেউ তো কিছু বলছে না।


একাকী আমার এ মনে লক্ষ ঘোড়ার খুরের শব্দ শুনি
আজও আমি চোখ বুজি শব্দের ঢেউগুলি দিগন্তে
ধুলি উড়িয়ে ছুটে আসে আমার দিকে –
আকাশে বাতাসে বসন্ত গান, সেও কি আমায় কিছু বলতে চায়
ভালোবাসার জন্য কেন এত ঝড় ওঠে?
ও পলাশ তোমার আঘ্রান নেব একদিন
আমার মিলনদিনে ঝড় হয়ে আছড়ে পড়ে
আমাকে ভাসিয়ে নিয়ে যেও...