হাতের মুঠোয় জোনাক নিয়ে
তোমার কাছে যেতে খুব ইচ্ছা করে।
ইচ্ছা করে তোমার পাশে বসি
কাটাই দুদণ্ড সময়!
কেমন করে যন্ত্রণাদায়ক দিনগুলো বয়ে বেড়াও
কিভাবে কাটাও তোমার বিষণ্ণ বিকাল?
কতদিন তুমি আকাশ দেখো নি
মন কি তোমার চায় নি আকাশের নীলিমায় হারিয়ে যেতে।
টিকটিকির শিকার দেখে কাটিয়ে দাও একটা গোটা সন্ধ্যা।
শ্বাপদের ভয়ে গুটিয়ে নাও নিজেকে নিজের খোলসে।
জানালা খোলো নি বহুকাল –
চেয়ে দেখো মনরম রাস্তায় কত লোক চলাচল।
পাথরে পাথর ঘসে কাটিয়ে দিলে সুন্দর বিকেলগুলো
একটা তাঁতপাড় শাড়ী পরে কিচেন আর মেয়ের রিডিং রুম,
রিডিং রুম আর কিচেন।
কিভাবে তুমি কাটাও মাংসের সুঘ্রাণ ছাড়া তোমার প্রিয় উইকএন্ড।
হাতের মুঠোয় জোনাক নিয়ে আজও আমি অপেক্ষায় আছি।
হাওয়ায় ওড়া তোমার পাতলা চুল আর লম্বাটে নীল হাওয়ায় চপ্পল পরে
কেমন করে কাটিয়ে দাও যন্ত্রণাদায়ক দিনগুলো।
আজও লেগে আছে তোমার চোখালো ঠোঁটে
জোয়ান রোদের আদর...