কি হবে সংসার সংসার খেলে?
তার চেয়ে চলো দুজনায় ঘুরে আসি।
দুরে বা কাছে –
বেহিসাবি আমাদের যাপন। সব কৃপনতা দুরে ঠেলে
কাটিয়ে দিই জীবনের কিছুটা সময়।
সব মায়া ভুলে হোক না আমাদের ভালোবাসা মাখামাখি
তবুও তো আমরা নিষ্পাপ দুজন।


কি হবে আর বাড়ি ফিরে?
তার চেয়ে চলো ফুলে ফুলে শুনি ভ্রমরের গান।
গায়ে নরম রোদ মেখে সবুজ ঘাসের বিছানায়
শুয়ে শুয়ে আকাশ দেখি দুজনায়।
অথবা হাতে হাত রেখে হেঁটে যায় দুজনে
নির্জন বিকালের বুকে।
তোমার গায়ের সুগন্ধি ঝড় তুলে আমার মনে।


কি হবে ভয় পেয়ে?
ঝড়ের পরেও তো ঠিকানা খুঁজে নেয় পাখী
শক্ত হৃদয়ে ধরে থেকো নিজেকে প্রেমে অপ্রেমে।
গভীর হোক ভালোবাসা বৃষ্টি নিয়ে হাতে
জলছিটিয়ে গল্প লিখি
জয় করে দুজনার কঠিন সময়।।